শ্রীমঙ্গলে বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পৃথক পৃথক সময়ে বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) দুপুরে কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানে ও হাইল হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে বাগানের নিয়মিত চা শ্রমিক নৃপেন রায় (৪৫) দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগানে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে নৃপেন রায়ের ওপর বজ্রপাত পড়লে তিনি মারা যান।
বিজ্ঞাপন
অপরদিকে, কালাপুর ইউনিয়নের বরুনার হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে উম্মত আলী (৪৫) হাইল হাওরে কৃষি কাজ করছিলেন। দুপুর ২ টার সময় বজ্রপাত হলে উম্মত আলীর ওপর বজ্রপাত পড়লে তিনিও ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন বজ্রপাতে নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা মারা যাওয়া দুজনের বাড়িতে গিয়ে তাদের পরিবারের লোকজনের কাছে মৃতদেহ সৎকার করার জন্য ১০ হাজার করে টাকা দিয়েছি। পরবর্তীতে তাদেরকে আরও সরকারি সহযোগিতা করা হবে।
ওমর ফারুক নাঈম/এমএএস