রিফাত বিন জিয়া

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেবী ইয়াছমিনের ছেলে রিফাত বিন জিয়াকে সরাইল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটিতে পদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে ছাত্রদলের কমিটিতে রাখায় দলটির অন্য নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে রিফাত বিন জিয়া বলছেন, আওয়ামী লীগের রাজনীতি করায় তিনি তার মাকে ‘মা’ বলে ডাকেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি সরাইল উপজেলা ছাত্রদলের ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। এ কমিটির আহ্বায়ক করা হয় রিফাত বিন জিয়াকে।

আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে কমিটির শীর্ষ পদ দেওয়ায় বিষয়টি নিয়ে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ ঘটনায় গত ২৫ ফেব্রুয়ারি রাতে জেলা ছাত্রদলের কাছে আহ্বায়ক কমিটির ১৪ সদস্য তাদের পদত্যাগপত্র জমা দেন।

নিজেকে নিয়ে দলীয় নেতাকর্মীদের ক্ষোভের বিষয়ে জানতে চাইলে রিফাত বিন জিয়া বলেন, আওয়ামী লীগের রাজনীতি করায় আমি মাকে 'মা ডাকি না'। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াই এখন আমার মা। আমার বাবা ১৯৭৯ সাল থেকে বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত। ছাত্রদলকে সাংগঠনিকভাবে দুর্বল করতেই আমাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

রিফাতের মা বেবী ইয়াছমিন ঢাকা পোস্টকে বলেন, আমার ছেলে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় থেকে পড়াশোনা করে। আমার সঙ্গে তেমন একটা যোগাযোগ হয় না। ছেলে আপনাকে 'মা' ডাকেন কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সে আমার কাছে কম আসে। কাছে না এলে কীভাবে ডাকবে?

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, কেন্দ্রীয় কমিটি সরাইল উপজেলা ছাত্রদলের কমিটির অনুমোদন দিয়েছে। কমিটির ১৪ জন সদস্য পদত্যাগপত্র দিয়েছেন আমাদের কাছে। আমরা এগুলো কেন্দ্রীয় সাংসদে পাঠাব। এরপর কেন্দ্রীয় কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আজিজুল সঞ্চয়/এনএ