ডেঙ্গু জ্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকের মৃত্যু
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি সর্দার (২২) নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাব্বি সর্দার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার রাজা সর্দারের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৮ সেপ্টেম্বর রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিজ্ঞাপন
রাব্বির চাচা স্থানীয় ইউপি সদস্য বাবু সর্দার জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন রাব্বি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানকার চিকিৎসকরা জানান রাব্বি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তারপর থেকে তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাব্বিরে মৃত্যু হয়।
ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন সিরাজুল ইসলাম নামে এক শ্রমিক ঢাকা পোস্টকে বলেন, আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক হিসেবে চাকরি করি। চার দিন আগে আমার ডেঙ্গু ধরা পড়ে। আমার মতো বিদ্যুৎকেন্দ্রের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আজ একজন মারা গেলেন। তিনিও আমাদের সঙ্গে চাকরি করতেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স সুরাইয়া ইয়সমিন বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৫২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন, ৯ জন চিকিৎসাধীন আছেন এবং বাকিরা সুস্থ হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্তদের বেশিরভাগই ভেড়ামারা উপজেলার বাসিন্দা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের কয়েকজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বলে তিনি জানান।
হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক নাহিদা ইসলাম ঢাকা পোস্টকে বলেন, বর্তমানে চিকিৎসাধীন একজন রোগীর অবস্থা আশঙ্কাজনক। অপর আটজন রোগীর অবস্থা মোটামুটি ভালো। আমরা তাদের সুস্থতা ফেরাতে চিকিৎসা সেবা দিচ্ছি।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন বলেন, রাব্বী নামে এক রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছেন। তবে পুরো জেলায় কতজন আক্রান্ত সেই হিসাব এখন দেওয়া সম্ভব হচ্ছে না।
রাজু আহমেদ/আরএআর