ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকেই মহাসড়কের ঢাকাগামী লেনে যানজট শুরু হয়।

জানা গেছে, কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর এলাকায় ঢাকা লেনের সড়ক সংস্কারের কাজ চলায় প্রায় ২২-২৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার রহমত উল্যাহ্ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাজারের কাছাকাছি অংশে সড়ক সংস্কারের কাজ চলছে। সংস্কার কাজ ২৪ ঘণ্টা চলমান থাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে মাত্র একটি গাড়ি চলতে পারে।

এতে গাড়ির চাপ সৃষ্টি হলে মাধাইয়া এলাকা থেকে গৌরীপুর হয়ে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত যানজট লেগে যায়। এর ফলে থেমে থেমে চলছে যানবাহন। তবে যানজট লাঘবে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়ক মেরামতের কাজ শেষ না হওয়া পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে সবাইকে।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা ঢাকা পোস্টকে বলেন, পূজা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বেশি। তাই যানজটে ভোগান্তি হচ্ছে। সড়ক মেরামতের কাজ তড়িৎ গতিতে এগিয়ে চলছে। কয়েক মাস লাগতে পারে সংস্কার কাজ শেষ হতে। আমরা সবাইকে বলব, ঢাকা যাওয়ার জন্য যেন সময় নিয়ে বের হয়।

এসপি