সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই নৌকা ডুবে তিন শ্রমিক নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বাল্কহেডসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- জামালগঞ্জের নজাতপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে ঢুলা মিয়া (৫০), কুকরাপশি গ্রামের কামাল মিয়ার ছেলে এনামুল (১৮) ও দিরাই থানার মুরাদপুর গ্রামের হারুন মিয়ার ছেলে হেলাল মিয়া (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের জামালগঞ্জে বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পর পর স্থানীয়দের সঙ্গে নিয়ে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালায় পুলিশ। রাত ১২টার দিকে বৃষ্টি শুরু হলে কাউকে উদ্ধার ছাড়াই অভিযান বন্ধ রাখা হয়। 

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের ঢাকা পোস্টকে বলেন, রাতে নৌকাডুবির পর পর সেখানে পৌছে উদ্ধার অভিযান চালানোর পাশাপাশি বাল্কহেডসহ চারজনকে আটক করি। মধ্যরাতে বৃষ্টি নামলে অভিযান বন্ধ রাখা হয়। সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধার তৎপরতা চালাবেন।

এসপি