গাইবান্ধায় অবৈধভাবে মজুতের ৮০০ বস্তা সার জব্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি গোডাউন থেকে অবৈধভাবে মজুত করা ৮০০ বস্তা টিএসপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নে সহকারী কমিশনার ভূমি এস এম আব্দুল্লাহ-বিন-শফিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারগুলো জব্দ করেন।
বিজ্ঞাপন
এ সময় গোডাউন মালিক শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সারগুলো প্রকৃত দরে কৃষকদের মাঝে বিক্রি করে টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমাদানের নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ ঢাকা পোষ্টকে বলেন, মহিমাগঞ্জ ইউনিয়নে শাহ্ আলম আকন্দের বাড়িতে বিপুল পরিমাণ টিএসপি সার অবৈধভাবে মজুত করা আছে এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে ওই বাড়ির নিচ তলার গোডাউনে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ টিএসপি সার পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত শাহ্ আলম আকন্দকে ৩০ হাজার টাকা জরিমানা করেন।
রিপন আকন্দ/এমএ