অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ভারত সফরের প্রাপ্তি দেখা যাচ্ছে না
অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ভারত সফরের প্রাপ্তি দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, প্রায় শূন্য হাতে শেখ হাসিনাকে দেশে ফিরতে হয়েছে। তিস্তা নদীর পানি, সীমান্তে মানুষ হত্যাসহ অমীমাংসিত ইস্যু নিয়ে চুক্তি তো দূরে থাক, আলোচনা ছাড়াই প্রধানমন্ত্রীকে লাগেজ লক করতে হয়েছে। এমনকি তার ভারত সফর চলাকালেই সীমান্তে ভারতীয় বাহিনী গুলি করে বাংলাদেশি হত্যা করলেও তিনি বা তার সফরসঙ্গী মন্ত্রীরা 'টু শব্দটি করেননি।
শনিবার (১০ সেপ্টেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কালিয়ানিকান্দা বাজারে সদর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রিন্স আরও বলেন, মানুষ যখন বিপর্যস্ত-দিশেহারা সরকার তখন ১৭০ জনের বিশাল লটবহর নিয়ে নিষ্ফল ভারত সফর, ১৫০ আসনের জন্য ইভিএম কেনাসহ মেগা প্রজেক্টের নামে বিপুল অর্থ হাতিয়ে নিতে ব্যস্ত। এভাবে অপচয় না করে এ অর্থে ভর্তুকি দিয়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য দিতে পারত বা জ্বালানি, গ্যাস এনে বিদ্যুৎ উৎপাদন করতে পারত।
সদর ইউনিয়নের নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হক, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,আসলাম মিয়া বাবুল, হানিফ মো. শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, আবদুল হামিদ, আলী আশরাফ, এস এম দুলাল, কাজী ফরিদ আহমেদ পলাশ, মোনায়েম হোসেন খান তালুকদার, রফিকুল ইসলাম, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান প্রমুখ বক্তব্য রাখেন।
উবায়দুল হক/এমএএস