২০২১ সালের ৬ নভেম্বর নিখোঁজ হন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ব্যবসায়ী ইমাম মেহেদী হাসান ডলার। পরিবারের সদস্যরা থানায় জিডি করে অভিযোগ করেছিলেন, ডলারকে তুলে নিয়ে গুম করা হয়েছে। 

সাড়ে ৯ মাস পর গত শনিবার (২৭ আগস্ট) ভোরে পরিবারের কাছে ফিরে এসেছেন ডলার। তিনি নিজে পায়ে হেঁটে ফুলবাড়িয়া পৌর এলাকার বাসায় ফেরেন। 

মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে ডলারের বাবা লাল মাহমুদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমার ছেলেকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। কারা নিয়ে গেছে, কেন নিয়ে গেছে এবং কে দিয়ে গেছে- এসব বিষয়ে কিছুই সে আমাদের বলতে পারছে না। 

লাল মাহমুদ জানান, বাসায় আসার পর থেকে তার ছেলে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছে। চিকিৎসকের পরামর্শে তাকে বিশ্রামে রাখা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মেহেদী হাসান ফিরে এসেছে এটি গতকাল সোমবার থেকে আমরাও শুনছি। শোনার পর আমরা তার বাড়িতে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। কেউ ফোনও ধরছেন না।

গত বছরের ৬ নভেম্বর ফুলবাড়িয়া উপজেলার ছনকান্দা থেকে নিখোঁজ হন মেহেদী। এর দুদিন পর ৮ নভেম্বর মেহেদীর বাবা লাল মাহমুদ ফুলবাড়িয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রথম থেকেই মেহেদীর স্ত্রী মোমতাহেনা পিংকীর অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মেহেদী হাসানকে তুলে নিয়ে গুম করা হয়েছে। 

এরপর মেহেদীর স্ত্রী গতবছর ১৭ নভেম্বর ময়মনসিংহ প্রেস ক্লাবে এবং পরে এ বছরের ৪ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্বামীর সন্ধান চান।

সংবাদ সম্মেলনে মোমতাহেনা পিংকি অভিযোগ করেন, ৬ নভেম্বর ফুলবাড়িয়ায় নিজেদের মাছের খামার থেকে বাড়ি ফেরার সময় তার স্বামী ইমাম মেহেদী হাসান নিখোঁজ হন। প্রত্যক্ষদর্শীর বরাতে তিনি জানতে পারেন, ওই দিন বিকেল ৫টার দিকে একটি সাদা মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেলে একদল লোক মেহেদী হাসানকে উঠিয়ে নিয়ে যায়।

উবায়দুল হক/আরআই