কক্সবাজারে ট্রলারডুবির ৭ দিন পর মিলল জেলের মরদেহ
বঙ্গোপসাগরের কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে ট্রলারডুবির সাত দিন পর নিখোঁজ জেলে খোরশেদ আলম বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে অজ্ঞাত হিসেবে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। খবর পেয়ে শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে পরিবারের সদস্য পরিচয় শনাক্ত করেছেন।
নিহত খোরশেদ আলম বাবু কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের পূর্ব হামজার ডেইল এলাকার ছব্বিরের ছেলে।
বিজ্ঞাপন
স্থানীয় সমাজসেবক আনোয়ার হোসেন জানান, গত ১৯ আগস্ট মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে নাজিরারটেক পয়েন্টে ১৯ জেলেসহ খুরুশকুলের জাকের হোসেনের মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলার। এ ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর পৃথকভাবে সাত জেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন জেলে খোরশেদ আলম বাবু। সাত দিন পর নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।
সাইদুল ফরহাদ/আরএআর