রাষ্ট্র সংস্কার আন্দোলনের সংহতি কর্মসূচিতে ছাত্রলীগের হামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির আন্দোলনে সংহতি জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তাদের সমাবেশের প্রস্তুতিকালে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় অন্তত ছয়জন আহত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চৌমোহনা চত্বরে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- রাষ্ট্র সংস্কার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ খান, কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য প্রীতম দাশ, কবি সাংবাদিক জাবেদ ভুঁইয়া, ছাত্র ইউনিয়নের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি রনি সরকার, সমাজকর্মী সৌরভ সৌমিক এবং বাবুল মিয়া।
বিজ্ঞাপন
আহত জাবেদ ভুঁইয়া বলেন, ছাত্রলীগের কর্মী দাবি করে তারা হামলা চালায়। তারা বলেন, আমরা থাকতে তোমরা কেন আন্দোলন করবে?
শ্রীমঙ্গল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার ঢাকা পোস্টকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে জানা নেই। যদি ঘটে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওমর ফারুক নাঈম/এসপি