সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন নাটোরের পুলিশ সুপার
অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সবাইকে কাঁদিয়ে নিজে কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। এ সময় পুলিশ সুপার কার্যালয়ের সবাই অশ্রুশিক্ত হয়ে তাকে বিদায় জানান।
লিটন কুমার সাহা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন বছর। আর এ সময়ের মধ্যে নিজ কর্মগুণে জয় করেছেন জেলাবাসীর মন। তাইতো বিদায় বেলায় ভাসলেন প্রশংসা, আবেগ ও ভালোবাসায়, সিক্ত হলেন ফুলেল শুভেচ্ছায়।
বিজ্ঞাপন
বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় নাটোরে পুলিশ সুপার কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার লিটন কুমার সাহাকে বহনকারী গাড়িটি ফুুুল দিয়ে সাজিয়ে রশি টেনে রাস্তায় তুলে দেন পুলিশ সদস্যরা।
বিকেলে আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার লিটন কুমার সাহা নবাগত পুলিশ সুপার মো. সাইফুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে দুপুরে নাটোর পুলিশ লাইন্স ড্রিল সেভে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিদায়ী পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, বিদায় বেলায় আমি আপনাদের দুচোখ ভরে একবার দেখে যেতে চাই। এজন্যই আজ আপনাদের সঙ্গে একত্রিত হয়েছি। আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আজীবন থাকবে, কখনো এ সম্পর্ক ভাঙবে না। আমি যেখানেই থাকি না কেন, আপনারা আমার মনের ভেতরে থাকবেন।
তিনি আরও বলেন, আমার ১৮ বছরের কর্মজীবনে এমন সুন্দর মুহূর্ত কখনো কাটেনি। যা নাটোরে এসে কেটেছে। নাটোর আমাকে অনেক কিছু দিয়েছে। আমাকে পদক দিয়েছে, প্রমোশন দিয়েছে, দক্ষ অভিজ্ঞা অর্জন করতে সাহায্য করেছেন। আমার মনে হয়, নাটোরে যদি আবার আমার কোনো পদে পোস্টিং হতো, তাহলে আমি নাটোরেই থেকে যেতাম। এ সুযোগ নেই, তাই আমি চলে যাবে। নাটোরকে আমি কখনো ভুলবে না। আপনাদের সহযোগিতা আর ভালোবাসায় আজ আমি মুগ্ধ। সামনে যিনি আসবেন তাকেও আপনারা আমার মতো সহযোগিতা করবেন এ প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন।
প্রসঙ্গত, লিটন কুমার সাহা তিন বছরে নাটোরে দায়িত্ব পালনকালে বিভিন্ন মামলার আসামি গ্রেপ্তার ও রহস্য উদঘাটন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে কৃতিত্ব স্থাপন করেছেন। নাটোরের সাধারণ মানুষের কাছে মানবিক পুলিশ সুপার হিসেবে পরিচিত পেয়েছেন। তার কথা নাটোরের সব শ্রেণি-পেশার মানুষ মনে রাখবেন। তিনি নাটোরের মানুষের হৃদয়ে আজীবন থাকবেন।
এসপি