কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের তাণ্ডব, দেড় শতাধিক ঘর-দোকান ভাঙচুর
নারায়ণগঞ্জে এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের শতাধিক কিশোর এলাকার দেড় শতাধিক বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর করেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২২ আগস্ট) দিবাগত রাতে ফতুল্লা থানার মাসদাইর বেকারির মোড় থেকে গুদারাঘাট পর্যন্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, ভীতি সৃষ্টি করতে নানা ধরনের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় কিশোর গ্যাং। এ সময় গুদারাঘাট প্রাইমারি স্কুল, বড়ুইবাগের দিকে দেড় শতাধিক ঘরবাড়ি, দোকান, ফার্মেসি ভাঙচুর করা হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলে তাণ্ডব।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বিভিন্ন বাড়িঘর ও প্রতিষ্ঠানে থাকা সিসি টিভির ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে বেশ কয়েকজন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে কাজ চলছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রিজাউল হক দিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলায় জড়িত বেশ কয়েকজনকে সিসি ক্যামেরার ভিডিও দেখে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্ত করতে আমরা কাজ করছি।
তিনি আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্য যে-ই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে। এ ছাড়া এ ঘটনার নেপথ্যে কে বা কারা আছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এনএ