একদিনের মধ্যে মুরাদনগরের ওসিকে প্রত্যাহার
কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিমকে দিনের মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) জেলা পুলিশ সুপার (ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) ফারুক আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। ওই আদেশের স্মারক নম্বর ছিল- চট্টগ্রাম রেঞ্জ আদেশ নং- ফোর্স (ইন্স)/০১-২০২২/১১৭৭।
বিজ্ঞাপন
আদেশে বলা হয়, ওসি আবুল হাসিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের কন্ট্রোল রুমে সংযুক্ত করা হলো। নির্দেশিত কর্মস্থল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে শনিবার দুপুর ২টার মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে কী কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে, সে কারণ উল্লেখ করা হয়নি আদেশে।
এ বিষয়ে জানতে মুরাদনগর থানার ওসির সরকারি মোবাইল নম্বরে ফোন করা হলেও কেউ ফোন ধরেননি। তবে থানা পুলিশ সূত্র জানিয়েছে, আদেশ পাওয়ার পর মুরাদনগর ছেড়ে চলে গেছেন ওসি আবুল হাসিম।
কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়েছে। তবে কী কারণে এ আদেশ হয়েছে তা আমাদের জানা নেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেকোনো সময় যে কাউকেই বদলি করতে পারেন, তাতে অবাক হওয়ার কিছু নেই।
আরিফ আজগর/এমএইচএস