সাতক্ষীরার শ্যামনগরে জমিজমা-সংক্রান্ত বিরোধকে ঘিরে সংঘর্ষে নরেন্দ্র মুন্ডা নামের একজন নিহত হয়েছেন। শনিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ধুমঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত নরেন্দ্র মুন্ডা (৬০) ধুমঘাট গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের বিলাসী মুন্ডা, রিনা মুন্ডা, সুলতা মুন্ডা, কার্তিক মুন্ডাসহ কয়েকজন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্ডা সম্প্রদায়ের কিছু জমি ক্রয়মূলে দাবি করছেন শ্রফলকাটি গ্রামের মৃত গফুর সরদারের ছেলে রাশিদুল ও এবাদুল। মূলত জমি নিয়েই বিরোধকে কেন্দ্র করে দলবল নিয়ে হামলা চালান রাশিদুল ও এবাদুল।

এ ঘটনায় শ্যামনগর থানায় ফনিদ্র মুন্ডা বাদী হয়ে মামলা দিয়েছেন। মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

তিনি আরও বলেন, নরেন্দ্র মুন্ডা সাতক্ষীরা মেডিকেলে মারা গেছেন বলে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আকরামুল ইসলাম/এনএ