নিহত সৌরভ মিয়া ও খাদিজা আক্তার

শরীয়তপুরের জাজিরায় ফ্রিজে থাকা বাসি খাবার খেয়ে ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের আরেক বোন সাথী (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের দেওয়ানবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো সৌরভ মিয়া (৬) ও খাদিজা আক্তার (৪)। তারা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামের শওকত দেওয়ানের সন্তান।

পরিবার সূত্র জানা যায়, মঙ্গলবার দুপুরে শাওকত দেওয়ানের স্ত্রী রওশনরা ফ্রিজে থাকা খাবার গরম করে তিন ভাই-বোনসহ রওশন ও আইরিছ বেগম খেতে বসেন। খাওয়ার কিছুক্ষণ পর বমি করতে শুরু করেন। তাদের চিকিৎসার জন্য জাজিরা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্য রত চিকিৎসক তাদের ঢাকা নিয়ে যেতে বলেন। 

পরে ঢাকা নেওয়ার পথে সৌরভ ও খাদিজা মারা যায়। অন্যদিকে সাথীকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, রাতে খাদ্য বিষক্রিয়ার কারণে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল। গরমে বাসি খাবার খাওয়ার কারণে তাদের ফুড পয়জনিং হয়েছে।

নিহতদের মা আইরিশ বেগম বলেন, মাঝে মধ্যেই আমার ছেলে-মেয়েরদের খাবার দিতেন আমার জা রওশনারা। তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। কেন এবং কীভাবে এমন হইছে তা আমি জানি না।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে ঢাকা পোস্টকে বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ করলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

সৈয়দ মেহেদী হাসান/আরআই