নারায়ণগঞ্জে মানবপাচার মামলায় দুই নারীসহ চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। মামলা থেকে ৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে। 

নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। 

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- মর্জিনা, জেসমিন, মো. টিটু ও সাহাবুদ্দিন। খালাসপ্রাপ্তরা হলেন- জাকির হোসেন, মো. হোসেন সাগর, মো. আসলাম ও মো. শরীফ। 

পিপি রকিব উদ্দিন আহমেদ বলেন, সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও চার আসামিকে খালাস দিয়েছেন এর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে মানবপাচারের মামলা করা হয়েছিল। ২০১৬ সালের ২৭ ডিসেম্বর অপহরণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছিল। সেই ঘটনায় পর মামলাটি করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান ঢাকা পোস্টকে জানান, আসামিদের উপস্থিতিতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আরএআর