গভীর সাগরে ট্রলারডুবি, ২ জেলেসহ নিখোঁজ ৮ ট্রলার
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে এফবি আনোয়ার ও এফবি সুজন নামে দুটি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ট্রলার থেকে সিরাজুল ইসলাম (৫০) ও সিদ্দিক প্যাদা (৫৫) নামে দুই জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে পায়রা বন্দরের শেষ ফেয়ার বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশতাধিক জেলে নিয়ে সাগরে এখনো নিখোঁজ রয়েছে মহিপুরের ৮টি মাছধরা ট্রলার।
বিজ্ঞাপন
ট্রলারডুবির বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ওই দুই ট্রলারের মালিক আনোয়ার ও সুজন। এ ছাড়া ট্রলার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা-আলীপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা। উদ্ধার জেলেদের মহিপুর স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তারা জানান, গতকাল রাতে ঝড়ের কবলে পড়ে ২৪ জন জেলে নিয়ে তাদের ট্রলারদুটি ডুবে যায়। এ সময় অন্য একটি ট্রলারের সাহায্যে ২২ জেলেকে উদ্ধার করা হলেও নিখোঁজ হন সিরাজুল ও সিদ্দিক।
আলীপুর এলাকার মাঝি ইউনুস হোসেন বলেন, সোমবার দিবাগত গভীর রাতে হঠাৎ সমুদ্র উত্তল হয়ে ওঠে, প্রচণ্ড বাতাসে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। সাগরে টিকতে না পেরে আমরা কূলে ফিরে আসছি। সমুদ্র থেকে ফেরার পথে দুটি ট্রলার ডুবে গেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, বিষয়টি খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।
কাজী সাঈদ/আরআই