নাটোরে বাসচাপায় হাইওয়ে পুলিশ সদস্যের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে বাসচাপায় ফিরোজ কবির (৪২) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) বনপাড়া পৌরসভার হারোয়া সরকারপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
বনপাড়া মসজিদে জুমার নামাজ পড়ে থেকে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে
বিজ্ঞাপন
ফিরোজ আহমেদ কবির বনপাড়া হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জের বলেকুচি কল্যাণপুর গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, দুপুরে জুমার নামাজ শেষে হেঁটে রাস্তা পার হতে গেলে লালপুর থেকে বনপাড়াগামী রাফি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন।
তাপস কুমার/এনএ