ভোলার চরফ্যাশন উপজেলায় গরুকে ঘাস খাওয়ানো নিয়ে কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। নিহত কৃষক ফরিদ হোসেন (৩৫) ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল, নুর হোসেন, মো. হোসেন ও মো. আবুল কালাম।

বুধবার (৩ আগস্ট) বিকেলে তাদের গ্রেপ্তারের বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন চরফ্যাশন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচার উত্তর চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গরুকে ঘাস খাওয়ানো নিয়ে গত ৩১ জুলাই রাতে একটি মারামারির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় আহত ফরিদ হোসেনকে (৩৫) ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে বুধবার (০৩ আগস্ট) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঘটনার বিষয়ে জানতে চাইলে নিহত কৃষক ফরিদের আত্মীয় রুহুল আমিন জানান, রোববার রাতে আমাদের এলাকার রুবেলের জমিতে ফরিদের গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে আজ এতকিছু। রুবেল গরু কেন বেঁধে রেখেছে সেটি জিজ্ঞাসা করলে সে ফরিদের ওপর ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আমরা চিৎকার শুনে এগিয়ে গেলে রুবেলের ১০-১২ জন আত্মীয় আমাদের দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে সবাইকে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ফরিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বুধবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদের মৃত্যু হয়। 

চরফ্যাশন দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন জানান, পুলিশ ৩১ জুলাই ঘটনার পরে নেওয়া মারামারি মামলাটিকে বর্তমানে হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করেছে। পুলিশ অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের দ্রুত গ্রেপ্তার করতে পারব বলে আশা করছি। 
ভোলা। 

এসকেডি