২ শতাংশ জমি নিয়ে বিরোধ, কৃষককে খুন
শেরপুরে ২ শতাংশ জমির জন্য শাহজাহান নামে এক কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার (৩ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার নলবাইদে এ ঘটনা ঘটেছে।
নিহত কৃষক শাহজাহানের (৬০) বাড়ি নলবাইদ ইউনিয়নের সোনালী বন গ্রামে। তিনি মৃত শামসুল মুন্সির ছেলে। তার ছয় ছেলের মধ্যে পাঁচজন ঢাকায় শ্রমিকের কাজ করেন। এক ছেলে মা-বাবার সঙ্গে বাড়িতে থাকেন।
বিজ্ঞাপন
পুলিশ ও নিহত ব্যক্তি পরিবার জানায়, কৃষক শাহজাহানের সঙ্গে ২ শতাংশ জমি নিয়ে তার প্রতিবেশী হানিফ মিয়ার ছেলে মামুনদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকাল ৯টার সময় ওই বিরোধপূর্ণ জমিতে কৃষক শাহজাহান আলী চাষ করতে যান।
এ সময় প্রতিপক্ষ মামুন, মোস্তফা নায়েব আলী মুন্সিসহ তাদের লোকজন শাহজাহান আলীকে প্রথমে বাধা দেয়। পরে তাকে পিটিয়ে ঘটনাস্থলেই খুন করে পালিয়ে যায় তারা।
শাহাজাহানের স্ত্রী ছফুরা বেগম বলেন, আমার ওই জমি চাষ করবার গেলে মামুনরা সবাই মিইলা আমার স্বামীরে পিডাইয়া মাইরা ফালাইছে। আমি তাদের কঠিন শাস্তি চাই।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এনএ