রংপুরের কাউনিয়ায় তিন পরিবারের ৩ শিশু চার দিন ধরে নিখোঁজ রয়েছে। খেলা দেখতে গিয়ে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় সন্ধান চেয়ে থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিন শিশুর পরিবার। তবে পুলিশের ধারণা, শিশুরা তাদের বাবা-মায়ের সঙ্গে অভিমান করে অন্য কোথায় চলে গেছে।

পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, উপজেলার কুর্শা ইউনিয়নের শ্যামপুর গ্রামের নুর আলমের ছেলে ধর্মেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাজেদুল ইসলাম (১১), একই গ্রামের শফিকুল ইসলামের (ছাইমুদ্দিন) ছেলে মনিরুল ইসলাম (১০) ও গদাধর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মাদ্রাসাছাত্র আব্দুল্লাহ আল পলাশ (১৩) সম্পর্কে তিন বন্ধু। 

গত ৩০ জুলাই (শনিবার) বিকেলে তিন বন্ধু বাড়ি থেকে বের হয়ে মীরবাগ বাজারের পাশে স্থানীয় স্কুল মাঠে খেলা দেখতে যায়। সেখান থেকে বিকেল গড়িয়ে রাত হলেও তারা আর বাড়ি ফিরে আসেনি। ঘটনার দিন রাত থেকে ওই তিন শিশুর পরিবারের সদস্যরা আশপাশের লোকজনকে জানালে সবাই খোঁজাখুঁজি করেও কোথাও কোনো সন্ধান পাননি। পরে সোমবার (১ আগস্ট) রাতে তিন শিশুর পরিবার পৃথকভাবে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গদাধর গ্রামের মোশারফ হোসেন বলেন, শনিবার সকালে ছেলে বলেছিল তার জ্বর জ্বর লাগছে। ওষুধ খাওয়া নিয়ে তিনি ছেলের সঙ্গে  রাগারাগি করেছিলেন। সেদিন বিকেলে ছেলে খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। চার দিন ধরে অনেক স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত ছেলের কোনো সন্ধান পাচ্ছি না।

শ্যামপুর গ্রামের নুর আলম বলেন, শনিবার বিকেলে আমার ছেলে তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে স্থানীয় মাঠে খেলা দেখতে যায়। পরে তাদের তিনজনের কেউই আর বাড়ি ফেরেনি। চার দিন ধরে নিখোঁজ রয়েছে। আমরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত কেউই তাদের ব্যাপারে কিছু বলতে পারছে না।

এ ব্যাপারে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, নিখোঁজ তিন শিশুর অভিভাবকরা থানায় সাধারণ ডায়রি করেছেন। পরিবারের সদস্যদের ভাষ্য মতে তিন শিশু এক সঙ্গে ঘুরাফেরা করত। হয়ত পরিবারের সঙ্গে অভিমান করে তারা অন্য কোথাও গিয়েছে। তবে আমরা ওই তিন শিশুর সন্ধান চেয়ে দেশের সব থানায় জিডির কপি পাঠিয়েছি। পাশাপাশি নিখোঁজদের সন্ধানে আমরাও কাজ করছি।

ফরহাদুজ্জামান ফারুক/আরআই