টেকনাফে অপহরণের চার দিন পর উদ্ধার ৪
কক্সবাজারের টেকনাফে অপহরণের চার দিন পর অপহৃত দুই কিশোরসহ চারজনকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ সময় এক অপহরণকারীকেও আটক করা হয়। সোমবার (০১ আগস্ট) উপজেলার বাহারছড়ার গহিন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
অপহৃতরা হলেন- আমিনুর রহমান (১৪), মো. নুর (১৩), মো. ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)। তারা টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, চাষি মোহাম্মদ ইলিয়াস ও মোহাম্মদ সৈয়দকে পাহাড় থেকে রোববার সকালে অপহরণ করা হয়। এর আগে শুক্রবার রাতে একই ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ আমিনুর রহমান ও একই এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ নূরকে রোহিঙ্গা সন্ত্রাসীরা পানি খাবে বলে ঘরের দরজা খুলে গহিন পাহাড়ে নিয়ে যায়। পরে তাদের স্বজনদের কাছে ১০ লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে। এর পরিপ্রেক্ষিতে থানায় একটি মামলাও হয়। পরে রোববার দিনব্যাপী পাহাড়ে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে করা সম্ভব হয়নি।
এরপর সোমবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একযোগে টেকনাফের বাহারছড়া গহিন পাহাড়ে র্যাব ও পুলিশ অভিযান শুরু করে। এক পর্যায়ে রাতে গহিন পাহাড়ি আস্তানা থেকে অপহৃত দুই-কিশোরসহ চারজনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের ঘটনায় জড়িত স্থানীয় একজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অপহরণকারী ও উদ্ধারকৃতরা বর্তমানে র্যাব হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সাইদুল ফরহাদ/এসপি