২০২৩ সালে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দিয়ে সরকার দিনে-দুপুরে ভোট ডাকাতি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

সোমবার (১ আগস্ট) বিকেলে কুড়িগ্রামের নীলারাম উচ্চ বিদ্যালয় মাঠে জেলা কৃষক দলের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ ও ধান বীজ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, কিছু দিন আগেও আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন লোডশেডিং যাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই লোডশেডিং যাদুঘরের আলমারি থেকে কীভাবে বেরিয়ে আসলো। এখন ঢাকাতেও প্রতিদিন ৪ থেকে ৫ ঘণ্টা লোডশেডিং হয়। 

তিনি আরও বলেন, জনগণের মাথায় বিদেশি লোনের বোঝা রেখে তা তসরুপ করছেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই। তিনি বাংলাদেশকে তাসের ঘর বানিয়েছেন। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা প্রমুখ। 

জুয়েল রানা/আরএআর