বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে ৪৪ গেট
উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে ফের বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। কয়েক সপ্তাহ পানি কম থাকলেও আজ দুপুর থেকে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার (১ আগস্ট)) দুপুর ৩টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৭০ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি (বিপৎসীমা ৫২ দশমিক ৬০ সেমি) প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেশি হওয়ায় ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পূর্ব খড়িবাড়ী, কিছামত, ছোটখাতা, হরিশের চরসহ ৮টি চরের অনেক বসতবাড়িতে পানি উঠেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা ঢাকা পোস্টকে বলেন, সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর ৩টার পর থেকে পানি বেড়ে বিপৎসীমার দশমিক ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ব্যারাজ রক্ষায় ৪৪টি স্লুইসগেট খুলে দেওয়া হয়েছে। আপাতত পানি কমার কোনো সম্ভাবনা দেখছি না। বর্তমান পরিস্থিতিতে পানির প্রবাহ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে। বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত আছে।
শরিফুল ইসলাম/আরআই