বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, বর্তমানে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। রিজার্ভ শেষের পথে। এসব কারণে সরকার নানামুখী চাপে দিশেহারা। গণতন্ত্রের মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রাখা হয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে বন্দি করার ষড়যন্ত্র চলছে।

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, আমাদের লড়াই হবে রাজপথে। আমরা বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেই আবারও রাজপথে আন্দোলনে নামব।

বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী উল্লেখ করে শামা ওবায়েদ আরও বলেন, এ কারণেই আওয়ামী লীগ সরকার ষড়যন্ত্র করে খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দিয়েছে। এই সরকার নির্বাচনের নামে নাটক করছে। বর্তমানে দেশে খুন-জখম বেড়ে গেছে। সাধারণ মানুষ দিশেহার। এই মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। 

গোয়ালন্দ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নিজামউদ্দিন শেখের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এ ছাড়া পরবর্তীতে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়া, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন আর রশিদসহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৪টায় সম্মেলনের অনুমতি মেলায় ক্ষোভ প্রকাশ করেন নেতা-কর্মীরা। তবে সব বাধা-বিপত্তি অতিক্রম করে হাজার হাজার নেতাকর্মীকে বিএনপির সম্মেলনে উপস্থিত হতে দেখা গেছে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোয়ালন্দ উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে মো. নিজামউদ্দীনকে সভাপতি ও মো. মোশাররফ হোসেন মুসাকে সাধারণ সম্পাদক করে উপজেলা বিএনপি ও আবুল কাসেম মণ্ডলকে সভাপতি এবং মো. মজিবুর রহমান মজিকে সাধারণ সম্পাদক করে গোয়ালন্দ পৌর বিএনপির দ্বি-বার্ষিক কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচিত কমিটির সদস্যগণকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়।

মীর সামসুজ্জামান/আরআই