অসংখ্য নিরীহ মানুষকে হত্যার কারণে বিএনপি জ্বলে পুড়ে শেষ হচ্ছে
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, উন্নত বিশ্বে যে পদ্ধতিতে নির্বাচন হয়, আগামীতে সেভাবেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি বলছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচনে যাবে না। কিন্তু ভোট ছিনতাই তারাই শিখিয়েছে। সেই বিএনপি এখন ভোটের কথা বলে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে নাটোরের লালপুর ডিগ্রি কলেজ মাঠে লালপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
খায়রুজ্জামান লিটন, বিএনপি ক্ষমতায় থাকাকালে বিদ্যুৎ ছিল না। কৃষক ফসলের জমিতে সেচ দিতে পারেনি। বিদ্যুতের অভাবে ফসল পুড়ে গেছে। তারা আজ বিদ্যুৎ নিয়ে বড় বড় কথা বলে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সারাদেশ থেকে লাখ লাখ মানুষ জাতির পিতার ভাষণ শুনেছে। সেদিন বাড়িতে বাড়িতে গিয়ে ভাষণ শুনার জন্য বলা হয়নি। সবাই জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এসেছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন। পরাজিত শক্ররা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে দেশ দখল করবে। কিন্তু দেশের জনগণ তা কখনো হতে দেয়নি।
তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর বিএনপি মানুষ পুড়িয়েছে, গাড়ি পুড়িয়েছে, রেললাইন, ব্রিজ ভেঙেছে, বইয়ের দোকানে পবিত্র কোরআন শরীফেও আগুন দিয়েছে। অসংখ্য নিরীহ মানুষকে হত্যার কারণে বিএনপি জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। অন্য কোনো দল হবে, অন্য কোনো নামে হবে, বিএনপি নাম দিয়ে জামায়াত-শিবিরের সঙ্গে মিলিয়ে একটা উগ্র মৌলবাদী দল ও জোট এই বাংলাদেশে আর হবে না।
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস সম্মেলনের উদ্বোধন করেন।
লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সদস্য বেগম আখতার জাহান, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহম্মেদ, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান প্রমুখ।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে আফতাব হোসেন ঝুলফু এবং রোকনুজ্জামান লাভলুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
তাপস কুমার/আরএআর