বুলবুল খুনের ঘটনায় জড়িত একজনের স্বীকারোক্তি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ (২২) খুনের ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন গ্রেপ্তার মো. আবুল হোসেন (১৯)।
বুধবার (২৭ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট-২-এর বিচারক সুমন ভূঁইয়ার আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আশরাফ উল্লাহ তাহের।
আরও পড়ুন : ছিনতাই করতেই খুন করা হয় শাবি শিক্ষার্থীকে
শাবিপ্রবির শিক্ষার্থী বুলবুল হত্যাকাণ্ডের ঘটনার বিস্তারিত অবস্থা জানিয়ে বুধবার (২৭ জুলাই) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। তখন এ খুনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের বিষয়টি জানান পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ।
গ্রেপ্তার আসামিরা হলেন এয়ারপোর্ট থানাধীন টিলারগাঁও গ্রামের মো. আনিছ আলীর ছেলে মো. আবুল হোসেন (১৯), গোলাব আহমদের ছেলে কামরুল ইসলাম (২৯) মৃত তছির আলীর ছেলে মো. হাসান (১৯)।
আরও পড়ুন : শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় ৩ জন গ্রেপ্তার
প্রসঙ্গত, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় শিক্ষার্থী বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুর পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি হত্যা মামলা করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করেন শাবিপ্রবির রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল ইসলাম।
মাসুদ আহমদ রনি/এনএ