রংপুরে ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু
রংপুরের পীরগাছা উপজেলায় দ্রুত গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহান বাবু (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় উভয় মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।
মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায় পীরগাছা-মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী কৈকুড়ী ইউনিয়নের জালালগঞ্জ ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত সোহান বাবু উপজেলার কৈকুড়ী ইউনিয়নের ছড়ারপাড় গ্রামের আব্দুর রউফ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সোহান বাবু তার চাচাতো বোন নিপা আক্তারকে নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মিঠাপুকুরের দিকে যাচ্ছিলেন। এ সময় জালালগঞ্জ ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে সোহান, নিপা এবং অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহানের মৃত্যু হয়। এ সময় বাকিদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিপার অবস্থা আশঙ্কাজনক বলে স্বজনদের সূত্রে জানা গেছে। অপর মোটরসাইকেলে থাকা গুরুতর আহত লিমন মিয়া (২৪) উপজেলার কান্দি ইউনিয়নের পাঠকশিকড় গ্রামের লিটন মিয়ার ছেলে। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান নামে একজন নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরহাদুজ্জামান ফারুক/আরআই