বাবার কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ছুরিকাঘাতে নিহত বুলবুল আহমেদ (২২)।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অ্যাম্বুলেন্সে করে বুলবুলের মরদেহ নরসিংদীর সদর উপজেলার চিনিশপুরের নন্দীপাড়া গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

মাগরিবের নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়ক-সংলগ্ন ভেলানগরের মাইক্রোস্ট্যান্ডে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় পাঁচ শতাধিক মানুষ জানাজায় অংশ নেন।

পরে রাত পৌনে ৯টায় মাধবদীর খড়িয়া এলাকায় পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে দুপুরে ময়নাতদন্ত শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

নিহত বুলবুলের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে স্বজন, এলাকাবাসী ও সহপাঠীদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্য তৈরি হয়।

প্রসঙ্গত, সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় শাবিপ্রবি ক্যাম্পাসের গাজীকালুর টিলায় লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী বুলবুল আহমেদকে ছুরিকাঘাত করা হয়। পরে রাত ৮টার দিকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন তিনজনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এনএ