সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী সেলিমের মৃত্যু
যুদ্ধাপরাধ মামলায় আজীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী পিরোজপুরের সদর উপজেলার সেলিম খান মারা গেছেন। সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।
সেলিম খান (৬৭) সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ খানের ছেলে।
বিজ্ঞাপন
সেলিম খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগ্নে ইয়েন। তিনি বলেন, মামা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। ক্যানসার ধরা পড়ার পর তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
সর্বশেষ অবস্থার অবনতি হলে দুদিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার জানাজা ও দাফনের বিষয়ে পরে জানানো হবে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তিনি কারাগারে আছেন।
আবীর হাসান/এসপি