মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল, দুজন কারাগারে
রাজবাড়ী সদর উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে মৃত মানুষকে জীবিত দেখিয়ে দলিল করে প্রতারণার মামলায় দুই ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (২৪ জুলাই) রাজবাড়ীর ১ নং আমলি আদালতের বিচারক মো. সুমন হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আজিজ মিয়ার ছেলে রহিম মিয়া (৪৭) এবং সদর উপজেলার সজ্জনকান্দা গ্রামের প্রফুল্ল চন্দ্র বৈদ্যের ছেলে গণেশ চন্দ্র বৈদ্য (৫১)।
বিজ্ঞাপন
মামলার সংক্ষিপ্ত বিবরণিতে জানা যায়, মামলার বাদী মো. হারুন অর রশিদ সোনালী ব্যাংকের মর্টগেজ নিয়ে ২০০৯ সালে শ্রীপুর বাস টার্মিনালের পাশে একটি জমি কেনন। প্রতারক রহিম মিয়া ওই জমি দখল করার জন্য এবং জমির প্রকৃত মালিক হারুন অর রশিদের কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য তার মৃত বাবাকে জীবিত দেখিয়ে ২০১৮ সালে দলিল লেখক গণেশ চন্দ্র বৈদ্যর সহযোগিতায় রাজবাড়ী সদর সাব-রেজিস্ট্রার অফিস থেকে একটি জাল দলিল বানান। এরপর মামলার বাদীকে জমি ছেড়ে দিতে বলে ও বিভিন্ন সময় হুমকি-ধমকি দিতে থাকে। নিরুপায় হয়ে বাদী আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।
সিআইডির তদন্তে দলিলটি ভুয়া প্রমাণিত হয় এবং আজিজ মিয়া ২০১৭ সালে মারা গেছেন বলে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করে। পুলিশের প্রতিবেদন আমলে নিয়ে আদালত রোববার জামিন শুনানি শেষে অভিযুক্ত আসামিদের কারাগারে পাঠান।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী বিপ্লব কুমার রায় বলেন, আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
মামলার বাদী হারুন অর রশিদ বলেন, আদালত আসামিদের কারাগারে পাঠিয়েছেন। এটা আমার জন্য স্বস্তির খবর। দ্রুত সময়ের মধ্যে এই মামলা নিষ্পত্তি আবেদন করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী আনিসুর রহমান বলেন, পরবর্তী তারিখে আসামিদের জামিন আবেদন করব।
মীর সামসুজ্জামান/এনএ