নোয়াখালীতে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতে রাজশাহীর বাঘা উপজেলা থেকে এক বছর পর প্রধান আসামি মো. বাচ্চুকে গ্রেপ্তার করেন র্যাব-১১-এর সদস্যরা।
গ্রেপ্তার বাচ্চু লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার উত্তর চন্দ্রপুর গ্রামের মৃত আবিদ মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।
তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২১ সালের ২১ আগস্ট বাচ্চুসহ চারজনের নাম উল্লেখ করে চন্দ্রগঞ্জ থানায় মামলা করেন। কিন্তু অন্য আসামিরা গ্রেপ্তার হলেও বাচ্চু কৌশলে পালিয়ে বেড়াতেন। আমরা চন্দ্রগঞ্জ থানায় আসামিকে সোপর্দ করেছি।
প্রসঙ্গত, স্বামী প্রবাসে থাকায় কন্যাসন্তানসহ বাবার বাড়িতে থাকতেন আলেয়া (৩০) ছদ্মনাম। সেদিন ঘুমিয়ে পড়লে আসামি বাচ্চু (৪৬) তার সহযোগীদের নিয়ে ছাদের সিঁড়ি দিয়ে ঘরে প্রবেশ করেন। এরপর তারা ভুক্তভোগী নারীর মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেন এবং তাকে ধর্ষণ করেন। পরে তার সহযোগীরাও পালাক্রমে তাকে ধর্ষণ করেন।
হাসিব আল আমিন/এনএ