বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে।

শুক্রবার (২২ জুলাই) রাত সোয়া ৯টায় মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।

তিনি বলেন, হরিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপ ইউনিয়নের গোহাট নামক স্থানে একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হতে পারে। এ জন্য পুরো ইউনিয়নে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ইউনিয়নে ব্যক্তি, সংগঠন, রাজনৈতিক দল, গণজমায়েত, সভা, সমাবেশ, মিছিল, র‌্যালি, শোভাযাত্রা, যেকোনো ধরনের অনুষ্ঠান এবং রাজনৈতিক প্রচার করতে পারবে না। এ ছাড়া একসঙ্গে চারজনের বেশি মানুষ জমায়েত হতে পারবে না। আর নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে বিশেষ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, বরিশাল জেলা আওয়ামী লীগের অনুসারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথের অনুসারী সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান গোহাটে পরস্পরবিরোধী কর্মসূচি ঘোষণা করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তৌফিকুর রহমান ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

সৈয়দ মেহেদী হাসান/এনএ