কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ
কক্সবাজার ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে আবদুল্লাহ (১৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতে হোটেল ইনানী রয়েল টিউলিপ পয়েন্টে গোসল করার সময় সে নিখোঁজ হয়।
নিখোঁজ আবদুল্লাহ সেনাবাহিনীতে কর্মরত কর্নেল শহিদের ছেলে। সে এবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেবে।
বিজ্ঞাপন
বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম।
তিনি জানান, আবদুল্লার সঙ্গে সঙ্গে মা ও আত্মীয়স্বজন ছিল। তারা একসঙ্গে গোসলে নেমেছিল বে ওয়াচ এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার মাঝামাঝি। সকাল থেকে পর্যটন স্পট হিমছড়ি থেকে শুরু করে নানা দর্শনীয় স্থান ভ্রমণ শেষে সকালে তারা রয়েল টিউলিপ পয়েন্ট গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে ভেসে যায় আবদুল্লাহ।
এ খবর পেয়ে স্থানীয় লাইফগার্ড কর্মীরা সৈকতের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে দায়িত্বরত ট্যুরিস্ট পুলিশ ও লাইফগার্ড বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।
এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ আবদুল্লাহকে উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের অভিযান শুরুর বিষয়ে বুধবার (২০ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন।
সাইদুল ফরহাদ/এনএ