বিয়ে করেছেন ঈদুল আজহার পাঁচ দিন পর শুক্রবার (১৫ জুলাই)। হাতে মেহেদির রঙ এখনও মিলে যায়নি। কিন্তু শখের বসে হাওরে গিয়েছিলেন মাছ ধরতে। সেই মাছ ধরতে যাওয়ায় কাল হলো মোহাম্মদ হোসেনের (২৫)। তলিয়ে গেলেন প্রবল স্রোতে।

মোহাম্মদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনf শেষ করে যোগ দিয়েছেন পল্লী বিদ্যুতে। তিনি কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের সহকারী এনর্ফোসমেন্ট কোঅর্ডিনেটর (এইসি) হিসেবে কর্মরত ছিলেন।

মোহাম্মদ হোসেন নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের নুর মোহাম্মদ ও বিবি আয়েশা দম্পতির ছেলে। শুক্রবার (১৫ জুলাই) তিনি বিয়ে করেছেন। ঈদ ও বিয়ের ছুটি শেষে রোববার (১৭ জুলাই) কর্মস্থলে যোগদান করেন।

জানা যায়, মোহাম্মদ হোসেন সোমবার (১৮ জুলাই) বিকেলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতুর আগে একটি বক্স কালভার্টের নিচে ঝাঁপি জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় হাতের কব্জিতে বাঁধা জাল পানিতে ফেললে স্রোতের টানে জালসহ হাওরের পানিতে তলিয়ে যান তিনি।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যার দিকে নিখোঁজের খবর আসে স্টেশনে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের চার সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। 

এসকে রাসেল/এসপি