পদ্মার এক বাগাড় ২৭ হাজারে বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ২৪ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। সোমবার (১৮ জুলাই) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জেলে জয়নাল হলদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটি পরে ২৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে জয়নাল হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসলে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় মাছটি কিনে নেন।
বিজ্ঞাপন
সম্রাট শাহজাহান শেখ বলেন, উন্মুক্ত নিলামে মাছটি ২৭ হাজার টাকায় কিনে নিয়েছি। এখন বেশি দামে বিক্রির জন্য মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি।
মীর সামসুজ্জামান/আরএআর