ফাইল ছবি

নওগাঁর আত্রাইয়ে আহসানগঞ্জ স্টেশনে চিলাহাটি থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনের চাকায় আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে রাত ৯টার দিকে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার সাইফুল ইসলাম বলেন, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন আহসানগঞ্জ স্টেশনে অপেক্ষারত ছিল। ট্রেনটি স্টেশন ছাড়ার কিছুক্ষণ আগে আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে একটি বগির চাকা থেকে ধোঁয়া বের হতে থাকে। 

এ সময় স্থানীয়দের সহযোগিতায় চাকায় পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। পরে ট্রেনটি পুরোনো আত্রাই স্টেশনে নিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে রাত ৯টার দিকে বাকি বগি নিয়ে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে থাকার কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এসপি