অস্ত্র হাতে যুবলীগ নেতার ছবি ভাইরাল
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন যুবলীগ নেতা কামরুজ্জামান জুয়েলের একটি ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ছবিতে এক হাতে অস্ত্র, অন্য হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তাকে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়।
ভাইরাল ওই ছবিতে দেখা যায়, যুবলীগ নেতা কামরুজ্জামান জুয়েল একটি অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল হাতে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন। অন্য হাতে সিগারেট রয়েছে তার।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার বিকেলে দলীয় কোন্দলের কারণে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জালাল মজুমদারের ওপর হামলা চালান কামরুজ্জামান জুয়েল। হামলার পর তার এ ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ জালাল মজুমদার বৃহস্পতিবার রাতে ঢাকা পোস্টকে বলেন, আমি ইউনিয়নের নালঘর বাজার এলাকায় এক লন্ডন প্রবাসীর বাড়িতে দাওয়াত খেতে যাই। দাওয়াত খেয়ে আসার পথে, আমার গাড়ির গতিরোধ করে কামরুজ্জামান জুয়েলসহ ৬-৭ জন। গাড়ির সামনে এসে তারা অতর্কিত হামলা চালায়। আমি বুঝতে পেরে গাড়ি থেকে নেমে কোনো রকমে প্রাণ রক্ষা করি। এ সময় আমার গাড়িচালকেও ব্যাপক মারধর করা হয়।
এ বিষয়ে জানতে শ্রীপুর ইউনিয়ন যুবলীগ নেতা কামরুজ্জামান জুয়েলের ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বৃহস্পতিবার রাতে ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যায় হামলাকারীরা। রাইফেল হাতে যুবলীগ নেতা কামরুজ্জামান জুয়েলের ভাইরাল হওয়া ছবি আমিও দেখেছি। আমরা তাকে আটকের চেষ্টা করছি। এই অস্ত্রের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এসকেডি