কুমিল্লায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল মতিনের বিরুদ্ধে অবশেষে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে নির্যাতনের শিকার শিশুটির মা (৪১) বাদী হয়ে লালমাই থানায় মামলাটি করেছেন।  

এর আগে গতকাল বুধবার (১৩ জুলাই) রাতে ‘৮ বছরের শিশু ধর্ষণের ঘটনা ৫ হাজারে ধামাচাপা’ শিরোনামে জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশিত হয়। এর পরদিন বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোরকান এলাহী অনুপমের নির্দেশে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব পেরুল দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার সাইফুল রুবাইয়ের মাধ্যমে ওই শিশুটির পরিবারকে থানায় আনেন। পরে মামলা নেওয়া হয়। 

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, যেসব সমাজপতি টাকা দিয়ে এ বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা মূল আসামি মতিনকে গ্রেপ্তারের চেষ্টা করছি।

প্রসঙ্গত, গত জুলাই কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের গজারিয়া ব্রাহ্মণপাড়া গ্রামের ৮ বছরের শিশুকে আখক্ষেতে নিয়ে ধর্ষণ করে একই বাড়ির ফজর আলীর ছেলে আব্দুল মতিন (৬৬)। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা-মা স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মজুমদার এবং সমাজপতিদের কাছে বিচার চান। সমাজপতিরা ঈদের পরদিন সোমবার (১১ জুলাই) সালিস করেন। সালিসে অভিযুক্ত মতিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। কারও কাছে ঘটনার বিষয়ে না জানানোর জন্য সমাজপতিরা ভুক্তভোগী পরিবারের ওপর চাপ সৃষ্টি করেন।

আরএআর