কুমিল্লায় জমির ধান নষ্ট হওয়া নিয়ে বাগবিতণ্ডার সময় প্রতিপক্ষের আঘাতে হরে কৃষ্ণ (৬০) নামের এক কৃষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ জুলাই) সকালে জেলার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক হরে কৃষ্ণ ভাটিপাড়া এলাকার মৃত গোবিন্দ সাহার ছেলে। সোমবার বিকেলে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুধীন চন্দ্র দাস।

স্থানীয় ব্যক্তিদের বরাত দিয়ে ওসি জানান, সোমবার সকালে জমির আইলে ঘাস কাটতে যান হরে কৃষ্ণ। এ সময় পার্শ্ববর্তী তালুকপাড়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মুজিবুর রহমানের জমির আইলে ঘাস কাটার সময় মুজিবুর রহমান এসে হরে কৃষ্ণকে গালিগালাজ করেন। একপর্যায়ে মুজিবুর রহমানের হাতে থাকা কাছি দিয়ে হরে কৃষ্ণকে আঘাত করেন।

পরে স্থানীয় সালিশদারদের কাছে বিষয়টি নিয়ে বিচার দিতে যান হরে কৃষ্ণ। ফেরার পথে ওই এলাকার কফিল উদ্দিন মাস্টার বাড়ির সামনে এসে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

স্থানীয় ব্যক্তিরা তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নিহত হরে কৃষ্ণের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।

এনএ