পরিবারের সঙ্গে ঈদের ছুটি কাটাতে সাভারের বাসস্ট্যান্ডে মানুষের ঢল নেমেছে। যানবাহনের অপেক্ষায় রয়েছে হাজারো মানুষ। শুক্রবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বাইপাইল-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ডে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে আছেন শামসুন্নাহার বেগম। তিনি বলেন, গতকাল বাইপাইলে এসেছিলাম নীলফামারীতে যাওয়ার জন্য। কিন্তু পরিবহন সংকট পাঁচ গুণ ভাড়া বেশি চাওয়া ও যানজটের কারণে ফিরে চলে যাই। আজ আবার সকালে এসেছি বাড়ি যাওয়ার জন্য। কিন্তু বিকেল হয়ে গেল গাড়ি পাচ্ছি না। দুই একটি পাচ্ছি সেখানে সিট ও অতিরিক্ত যাত্রীর জন্য ওঠার ব্যবস্থা নেই। এখন ভাবছি আর দাঁড়িয়ে থাকা যাবে না। ট্রাকে করেই যেতে হবে।

বগুড়ার যাত্রী পোশাক শ্রমিক কাইউম বলেন, দুপুর থেকে গাড়ির অপেক্ষায় রয়েছি। কিন্তু গাড়ি পাচ্ছি না। দুই একটি গাড়ি আসলেও যাত্রীতে ভরা। কিছু কিছু লোকাল গাড়ি আছে তারা ভাড়া চাচ্ছেন ২০০০ হাজার টাকা। তাই এখনো যাওয়া হয়নি। শুনলাম কাল যে গাড়িগুলো চলে গেছে আজ ফিরে আসবে। সেই গাড়ির অপেক্ষায় রয়েছি।

এসআর পরিবহনের বাইপাইল টিকেট কাউন্টারের কাউন্টার মাস্টার মামুন বলেন, সব গাড়ি ঢাকা থেকে চলে গেছে। সেই সব গাড়ি ফিরবে তারপর এসব যাত্রী যেতে পারবেন। তা না হলে ট্রাকেই যেতে হবে। সন্ধ্যায় গাড়ির চাপ একটু বাড়তে পারে, কিন্তু এখন গাড়ি নেই বললেই চলে।

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সড়কে যানবাহনের চাপ নেই। মহাসড়ক ফাঁকাই বলা যায়। আমাদের টিম প্রতিটি পয়েন্টে পয়েন্টে রয়েছে। বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

ভুক্তভোগীদের উদ্দেশে তিনি বলেন, ভাড়া বেশি নিলে আমাদের জানান, আমরা ব্যবস্থা নেব।

মাহিদুল মাহিদ/আরএআর