মৌলভীবাজারের জুড়ীতে বন্যার পানিতে সাঁতার শিখতে নেমে অনুপম উপাধ্যায় (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) রাতে উপজেলার ধামাই চা-বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। 

অনুপম উপাধ্যায় কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

বুধবার (৬ জুলাই) জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চক্রবর্তী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত অনুমপ শ্রীমঙ্গল উপজেলার গান্ধীছড়া চা-বাগানের বাসিন্দা। 

ওসি বলেন, ধামাই চা-বাগান এলাকার বাসিন্দা কিশোর মিত্র হলেন অনুপমের মামা। তিনি মামার বাড়িতে থাকতেন। মঙ্গলবার বিকেলে বন্যার পানিতে সাঁতার শিখতে পানির ড্রাম নিয়ে বন্ধুদের সঙ্গে পানিতে নামেন অনুপম। কিন্তু ড্রাম ছিদ্র হয়ে যাওয়ায় পানিতে তলিয়ে যান তিনি। তার সন্ধান না পেয়ে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। তাদের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে রাত ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

ওমর ফারুক নাঈম/আরএআর