ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলেই নির্বাচনে যাবে বিএনপি : গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হলেই নির্বাচনে যাবে বিএনপি। আর তখন জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতেই আন্দোলনে নেমেছি। সে অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
বুধবার (৬ জুলা্ই) দুপুরে নেত্রকোণার আটপাাড়া উপজেলার সুখারি, তারাচাপুর, আমতলা বাজার ও বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
বন্যার্ত মানুষের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বন্যার কারণে আপনারা দুর্ভোগে আছেন আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে ১৮ কোটি মানুষ দুর্ভোগে আছে। এ থেকে মুক্তি পেতে হবে। আপনার ভোটের অধিকার আদায় করতে হবে। এই আন্দোলন আপনাদের জন্য। আপনারা আমাদের পাশে থাকবেন।
এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী ও জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান/আরএআর