পিরোজপুরের ইন্দুরকানীতে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের চোখ তুলে নিয়েছেন ছোট ভাই। বুধবার (২৯ জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পশ্চিম পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানান ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।

অভিযুক্ত ছোট ভাই আছলাম আলী খান (৩০) এবং আহত বড় ভাই ওবায়দুল খান (৪৫)। তারা উপজেলার পশ্চিম পত্তাশী গ্রামের সাহেব আলী খানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বহুদিন যাবত দুই ভাইয়ের মধ্যে বাড়ির সীমানা নির্ধারণ নিয়ে ঝামেলা চলে আসছিল। গতকাল রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই আছলাম রড দিয়ে বড় ভাই ওবায়দুলের বাম চোখে আঘাত করলে চোখ বের হয়ে যায়। এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়। সেসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে ও পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নির্ধারণ সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আহত ওবায়দুলকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ছোট ভাই পলাতক রয়েছেন।

ইন্দুরকানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, দুই ভাইয়ের মধ্যে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আবীর হাসান/আরএআর