হবিগঞ্জের আজমিরীগঞ্জে বন্যার পানিতে ডুবে মেরাজুল ইসলাম নামে আঠারো মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুন) দুপুর ২টায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মেরাজুল ইসলাম দক্ষিণ রসুলপুর গ্রামের খলিল মিয়ার ছেলে। এর আগে গত ২১ জুন একই ইউনিয়নের গোয়ালগাও (বাজারহাটি) গ্রামে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ভেসে তারা মিয়া নামে এক দিনমজুর মারা যান। 

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে বাড়ির পুরুষরা জুম্মার নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় শিশু মেরাজুল ঘরে খেলা করছিল। নারীরা রান্নার কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে মেরাজুল খেলতে খেলতে বাড়ির সামনে উঠানে থাকা বন্যার পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর মেরাজুলের মা তাকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পরিবার ও আশপাশের লোকজন বাড়ির পাশে মেরাজুলের নিথর দেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিক মেরাজুলকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এসপি