গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২২ জুন) সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ভোর পৌনে ৫টার দিকে ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কিন্তু আগুন অন্য গুদামে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পাই। আগুন নিয়ন্ত্রণে আনতে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি, জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ডিবিএল ফায়ার সার্ভিসের একটিসহ পাঁচটি টিম কাজ শুরু করে। 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, পৌনে ৫টার দিকে কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ইসমাইল হোসেন ও খানের ঝুট গুদামে আগুন লাগে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখনও আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শিহাব খান/এসপি