কক্সবাজারে পাহাড় ধসে শিশুর মৃত্যু
কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় পাহাড় ধসে রবিউল হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু মহেশখালীর অফিসপাড়ার নবী হোসেনের ছেলে।
রোববার (১৯ জুন) রাত ৯টার দিকে মহেশখালী উপজেলার অফিসপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই।
বিজ্ঞাপন
তিনি স্থানীয়দের বরাতে জানান, রবিনসহ তার দুই বন্ধু পাহাড়ের ঢালে খেলা করতে গিয়েছিল। সন্ধ্যা হলে তার দুই বন্ধু বাসায় চলে আসে। কিন্তু রবিউল পাহাড়ের পাশে রয়ে যায়। সে সময় প্রবল বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড় চাপায় রবিনের মৃত্যু হয়।
সাইদুল ফরহাদ/ওএফ