সুনামগঞ্জে বন্যার পানিতে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার পথে বন্যার পানিতে নৌকা ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হচ্ছে- উপজেলার সুরমা ইউনিয়নের রাজনগর গ্রামের ময়না মিয়ার মেয়ে এএসএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার (১৪) এবং ছেলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৌরভ মিয়া (১০)।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে চারজন শিক্ষার্থীকে নিয়ে শিক্ষার্থীদের চাচা আমিনুল হক ছোট নৌকা নিয়ে রাজনগর গ্রাম থেকে পাশের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন। তামান্না আক্তার (১৪), সাইফুল (১৫) এবং রুমি আক্তার (১৬) নামের তিন শিক্ষার্থী এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে এবং সৌরভ তাদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। পথে গোজাউড়া হাওরে ঝোড়ো বাতাসের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সৌরভসহ তিনজনকে উদ্ধার করে। পানিতে ডুবে যাওয়া অসুস্থ সৌরভকে দোয়ারাবাজার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৌরভের বোন নিখোঁজ তামান্না আক্তারকে দুপুর ২টার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় হাওর থেকেই উদ্ধার করে পুলিশ।
দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর জানান, ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি বেদনাদায়ক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃতদের পরিবারকে ৪০ হাজার টাকা দিয়েছেন। দুই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরএআর