সপ্তাহজুড়ে হেলমেট দেবে আরএমপি, না পরলে ব্যবস্থা
মোটরসাইকেল আরোহীদের মাঝে সপ্তাহজুড়ে ৫০০ হেলমেট বিতরণ করবে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে আরএমপির এই বিশেষ উদ্যোগ।
এরপরই হেলমেট না পরা মোটরসাইকেল আরোহীদের বিরুদ্ধে কঠোর অভিযানে নামার ঘোষণা দিয়েছেন আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক। রোববার (১২ জুন) বিকেলে নগরীতে ঘুরে ঘুরে হেলমেট বিতরণ করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মজিদ আলী, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) অনির্বান চাকমা প্রমুখ।
হেলমেট বিতরণকালে সাংবাদিকদের সাথে এ বিষয়ে নিয়ে কথা বলেন নগর পুলিশ প্রধান। তিনি বলেন, হেলমেট না পরার কারণে সড়ক দুর্ঘটনায় অনেকেই মারা যাচ্ছেন। আবার অনেকে গুরুতর আহত হচ্ছেন।
নতুন সড়ক আইনে হেলমেট না পরার অপরাধে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তারপরও মোটরসাইকেল আরোহীদের অনেকেই সচেতন হচ্ছেন না।
সচেতনতা সৃষ্টিতে সপ্তাহজুড়েই প্রায় ৫০০ হেলমেট বিতরণ করা হবে। এরপরও হেলমেট ব্যবহার না করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ফেরদৌস সিদ্দিকী/আরআই