টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষার হলে ছুরি নিয়ে প্রবেশ করার অপরাধে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ‌্যাল‌য় থে‌কে বহিষ্কার করা হয়েছে। রোববার (১২ জুন) সকালে উপ‌জেলার সরকারি এসকে পাইলট উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ব‌হিষ্কৃত ছাত্র সা‌মির আলী উপ‌জেলার বাইমহাটী প্রফেসর পাড়ার এমদাদ আলীর ছে‌লে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদরের সরকারি এস কে পাইলট উচ্চবিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলমান রয়েছে। রোববার সকালে সামির দেশীয় ধারালো অস্ত্র পেন্টের পকেটে করে নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করে। এ সময় পরীক্ষা কক্ষে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হলে তিনি পকেট থেকে ছুরিটি বের করেন।

বিষয়টি প্রধান শিক্ষককে অবগত করেন আলো রানী। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে জানান।

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশনা মোতাবেক ওই ছাত্রের অভিভাবককে ডেকে আনা হয়। পরে ছাত্রের বাবার অঙ্গীকারনামা রেখে তাকে বিদ্যালয় থেকে ছাড়পত্র দেওয়া হয়।

অভিজিৎ ঘোষ/এনএ